কাঠগড়ায় বিমর্ষ কামাল আহমেদ মজুমদার
প্রকাশিতঃ 12:56 pm | March 05, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মিরপুর মডেল থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তার দেখান।
এ মামলার গ্রেপ্তার শুনানি চলাকালে কাঠগড়ায় থাকা অবস্থায় বুকে হাত বেঁধে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন তিনি। এসময় বিমর্ষ দেখা যায় তাকে।
এদিন সকালে তাকে আদালতে কারাগার থেকে আদালতে তোলা হয়। এরপর ১০টা ২০ মিনিটে দুজন পুলিশ কনস্টেবল তাকে দুই পাশে ধরে কাঠগড়ায় তোলেন। পরে তিনি কাঠগড়ায় পেছনে গিয়ে দেয়াল পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে ছিলেন। তখন হাবিবুল্লাহ নামের একজন কনস্টেবল তার হাত ধরে রাখেন। তারপর ১০টা ২৮ মিনিটে তিনি কাঠগড়ার সামনে আসেন। তখন আইনজীবীকে ডেকে কিছুক্ষণ কথা বলেন তিনি। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেফতার দেখানো শেষে দুই পুলিশ কনস্টেবল আবারও তাকে ধরে হাজতখানায় নিয়ে যান। নেওয়ার পথে কামাল আহমেদ মজুমদার বলেন, ‘আমি অনেক অসুস্থ।’
এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
কালের আলো/এমডিএইচ