বিচারের সাথে নির্বাচনের কি সম্পর্ক আমার বিবেচনায় আসে না: ব্যারিস্টার হেলাল উদ্দিন
প্রকাশিতঃ 1:20 pm | March 05, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশের প্রতিটি মানুষই জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার চায়। তবুও বিচারের সাথে নির্বাচনের কি সম্পর্ক এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন।
বুধবার (৫ মার্চ) একটি বেসরকারি টেলিভিশনের টক-শোতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, ‘আমি নিজে একজন আইনজীবী। তবুও বিচারের সাথে নির্বাচনের আসলে কি সম্পর্ক আছে এটা আমার এখনো কোনো যুক্তিতে আসতেছে না। এমন কোনো নাগরিক নেই বাংলাদেশে যে এই হত্যাকান্ডের বিচার চায় না। বিশেষ করে জুলাই-আগস্ট হত্যাকান্ড হোক বা পূর্ববর্তী যেকোনো গুম-হত্যা বা নিপীড়ন হয়েছে, আয়নাঘরে যারা কষ্ট পেয়েছে, তাদেরকে ওখানে রেখে গুম করা হয়েছে। সকল হত্যাকান্ডের বিচার আমরা চাই। হাসিনার প্রত্যেকটি অপরাধের বিচার আমরা চাই। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ফলে জোর করে দেশটাকে ভাগ করার কোনো প্রয়োজন আমি দেখছি না। কারণ পুরো দেশই বিচার চাচ্ছে।’
কালের আলো/এএএন