স্বপ্ন দেখি ছাত্র-ছাত্রীরা দেশের ভেতরেই যেন ভবিষ্যৎ দেখতে পারে
প্রকাশিতঃ 2:19 pm | March 05, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) বলেছেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিচ্ছেন, কেমন শিক্ষা ব্যবস্থা দেখতে চান৷ আমি বলব, আমি স্বপ্ন দেখি এমন এক শিক্ষা ব্যবস্থার যেখানে আমাদের ছাত্র-ছাত্রীরা যেন দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পারে৷
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব-গ্রহণকালে তিনি এসব কথা বলেন।
নতুন শিক্ষা উপদেষ্টা বলেন, দেশে বড় রকমের একটা পরিবর্তন হয়েছে৷ আমরা ভাবিনি আমাদের জীবদ্দশায় এভাবে মুক্তভাবে কথা বলতে পারব৷ প্রধান উপদেষ্টা আমাকে যে দায়িত্বটা দিয়েছেন সেটা একটা বড় চ্যালেঞ্জ৷ প্রধান উপদেষ্টাও বলেছেন, সামনে যে জার্নিটা ইজি হবে তা নয়৷
সি আর আবরার বলেন, শিক্ষা একটা বিশাল জগৎ৷ আমরা সবাই জনগণের টাকায় বড় হয়েছি৷ সুতরাং জনগণের প্রতি আমাদের অনেক দায়বদ্ধতা আছে৷
তিনি বলেন, আমি মনে করি শিক্ষা হচ্ছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবচেয়ে শক্তিশালী মাধ্যম৷ আমি স্বপ্ন দেখি আমাদের ছাত্র-ছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে৷ দেশে থেকেই বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে৷ আমি জানি এটা হয়তো দ্রুত হবে না কিন্তু এর একটা ভিত্তি প্রস্তর আমরা তৈরি করতে চাই৷
এদিকে দায়িত্ব হস্তান্তরকালে সদ্য বিদায়ী শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা কমিশন অতীতে ৫ থেকে ৬টি হয়েছে৷ তারা কি সমস্যার সমাধান করেছে? কয়েক জনকে বসিয়ে দিয়ে কমিশন করলেই কি সমস্যার সমাধান হবে? তাদের সব কিছু বুঝতেই তো অনেক সময় চলে যাবে৷ আমাদের দূরদৃষ্টিসম্পন্ন একটি কমিশন হওয়া উচিত৷
তিনি বলেন, অনেকেই জানে না বেসরকারি খাতের শিক্ষকদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই৷ নায়েমসহ এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রে শুধু সরকারি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় বেশি৷ সুতরাং নতুন কমিশন এসে এসব বিষয় বিবেচনায় নেবে৷
তিনি আরও বলেন, কারিকুলাম ভালো করার পর প্রশিক্ষিত শিক্ষক না থাকলে তো কাজ হবে না৷ শিক্ষা ব্যবস্থা নষ্ট হতে অনেক সময় লাগে৷ আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই বিশৃঙ্খল ও অবিন্যাস্ত৷
কালের আলো/এসএকে