হিযবুত তাহরীর সভা-সমাবেশ করলে ব্যবস্থা নেবে ডিএমপি

প্রকাশিতঃ 3:28 pm | March 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ কিংবা প্রচারকাজ চালালে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (০৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে প্রকাশ্যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহ্‌রীর। এ অবস্থায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের ব্যাপারে কঠোর বার্তা দিলো ডিএমপি।

ডিসি তালেবুর রহমান বলেন, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা করে।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী নিষিদ্ধঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ ও অন্যান্য উপায়ে প্রচারণাসহ সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ।

তিনি আরও বলেন, হিযবুত তাহরীরসহ নিষিদ্ধঘোষিত কোনো সংগঠন সভা, সমাবেশ ও যেকোনো উপায়ে প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

আওয়ামী লীগ সরকারের পতনের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রকাশ্যে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করে হিযবুত তাহরীর। রাজধানীর বিভিন্ন জায়গায় এই সংগঠনের পোস্টারিং দেখা যায়। এমনকি গণঅভ্যুত্থানে রাজপথে ভূমিকা রয়েছে উল্লেখ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে সংগঠনটি। গত সে সেপ্টেম্বরে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি নিষেধাজ্ঞা প্রত্যাহারেও দাবি তুলেছে।

কালের আলো/এসএকে