২৯৮ কোটি আত্মসাৎ : আতিউর-আবুল বারকাত-আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিতঃ 3:59 pm | March 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রায় ২৯৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আসামি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডা. আবুল বারকাত এবং জনতা ব্যাংকের সাবেক এমডি ও সিইও আব্দুছ সালাম আজাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

কালের আলো/এসএকে