সাবেক এমপি মালেক ৪ রিমান্ডে
প্রকাশিতঃ 4:48 pm | March 06, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ মালেকের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় আসামি মালেককে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত মালেকের চার দিনের মঞ্জুর করেন।
রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে বুধবার (৫ মার্চ) রাতে এম এ মালেককে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ৫ আগস্ট দুপুরে আশুলিয়া থানাধীন আশুলিয়া-চন্দ্র মহাসড়কের পাশে গুলিবিদ্ধ হন রিয়াজুল ইসলাম। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিয়াজুলের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন।
কালের আলো/এসএকে