‘মবে’ উসকানির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদ নেতার সদস্যপদ স্থগিত
প্রকাশিতঃ 7:37 pm | March 06, 2025

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, কালের আলো:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তরুণীর ওড়না ইস্যুতে ভুল তথ্য ছড়িয়ে ‘মব’ (দলবদ্ধ বিশৃঙ্খলা) উসকে অরাজক পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো এক জরুরি নোটিশে এই তথ্য জানানো হয়।
এর আগে কেন্দ্রীয় নেতৃত্বের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নোটিশে বলা হয়, ভুল তথ্য ছড়িয়ে মব উসকে অরাজক পরিস্থিতি তৈরির জন্য বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংসদের সংগঠক কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ স্থগিত করা হলো। তাকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না এজন্য এক কার্যদিবসের মধ্যে আহ্বায়ক বরাবর সদুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
গত বুধবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ওড়না ঠিক করে পরা নিয়ে উত্ত্যক্ত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় দেওয়া হয়।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজী মাজহারুল ইসলাম এ পর্যন্ত তিনটি পোস্ট করেছেন। সেসব পোস্টে তিনি অর্ণবের পক্ষে দাঁড়ানোর কথা বলেন। একটি পোস্টে মাজহারুল ইসলাম বলেন, ‘লোকটি ঢাবি প্রক্টরের সামনে তার কাছে মাফ চেয়েছে। আর করবে না বলে আশ্বস্ত করেছে! তাকে চাকরি থেকে সাসপেন্ড করেছে। কিন্তু তারপরও তাকে গ্রেফতার করাতে হলো! মিথ্যা মামলা দিতে হলো?’
তিনি আরও বলেন, ‘আমি বলছি, লোকটির অপরাধ ছিলো! কিন্তু তার চাকরি কেড়ে নেওয়া, তার নামে মামলা দেওয়া আমার কাছে জুলুম মনে হয়েছে! এখানে শাহবাগীরা অবশ্যই তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো? তাই আমি তার পাশে দাঁড়িয়েছি, দাঁড়াতে আহ্বান করেছি। আমাদের অবস্থান শাহবাগীদের বিরুদ্ধে। এখন সে ব্যক্তি কেমন, তা দেখার বিষয় নয়। বরং সে কী কাজ করে, কী শাস্তি পাচ্ছে তা দেখার বিষয়!…’
এদিকে, বুধবার রাতে থানায় একদল লোক মব তৈরি করে অর্ণবকে ছাড়ানোর দাবি তোলে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া হয়।
অবশ্য বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে অর্ণবের পক্ষে তার আইনজীবী আজমত হোসাইন জামিন চেয়ে আবেদন করেন। পরে আদালত এক হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, বাদী মামলা প্রত্যাহারের আবেদন করেছেন।
কালের আলো/এএএন