প্রাথমিক শিক্ষা এডহক কমিটি সংশোধন, প্রজ্ঞাপন জারি

প্রকাশিতঃ 12:29 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

উপজেলা পর্যায়ে গঠিত প্রাথমিক শিক্ষা এডহক কমিটি পরিমার্জন ও সংশোধন করে কমিটি পুনঃগঠন ও কার্যপরিধি পুনঃনির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এই প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা এডহক কমিটির আহ্বায়ক হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সদস্য থাকবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, এলজিইডি, ইন্সট্রাক্টর, উপজেলা রিসোর্স সেন্টার, উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একজন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই জন। দুই জন প্রধান শিক্ষকের মধ্যে একজন নারী, কমিটির আহবায়ক কর্তৃক মনোনীত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এই কমিটির সদস্য সচিব হবেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

কমিটির কার্যপরিধি বিষয়ে বলা হয়েছে, উপজেলা পর্যায়ে সকল প্রাথমিক বিদ্যালয়ের (সরকারি, বেসরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) শিক্ষার সার্বিক অবস্থা ও অগ্রগতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিখন শেখানো কাজের উন্নয়ন, যথাযথ মনিটরিং এর মাধ্যমে শিক্ষার্থীদের শিখন ঘাটতি নিরুপন ও দূরীকরণে কার্যক্রম গ্রহণ করা।

উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়সমূহে ছাত্র/ছাত্রীর ভর্তির হার বৃদ্ধি, ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের বিদ্যালয় হতে ঝরে পড়া রোধ, ৬-১০ বছর বয়সী সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ, শিশু জরিপের সঠিকতা যাচাই ইত্যাদি বিষয় পর্যালোচনা এবং এগুলো সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

উপজেলার প্রাথমিক পর্যায়ে বেসরকারি বিদ্যালয় রেজিস্ট্রেশনের কার্যক্রম তদারকি করা।

কার্যপরিধি বিষয়ে আরও বলা হয়েছে, উপজেলাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের উন্নয়নকল্পে বিদ্যালয় পুনঃনির্মাণ ও মেরামতের জন্য অগ্রাধিকার তালিকা প্রণয়ন,উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয় (সরকারি, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টার ও শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়) সংশ্লিষ্ট সকল উন্নয়নমূলক কার্যক্রমের তদারকি ও যথাযথ বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ করা।

প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ স্বাস্থ্যবিধি প্রতিপালন ও স্বাস্থ্য সুরক্ষায় শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সম্পৃক্ত ও উদ্বুদ্ধকরণ। প্রতি মাসে অন্তত একবার উপজেলা কমিটির সভা আহবান করে প্রাথমিক শিক্ষার সার্বিক অবস্থা সম্পর্কে জেলা টাস্কফোর্স কমিটি বরাবর সুপারিশ/প্রস্তাব প্রেরণ করা।

জনস্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হয় এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে ৫ মার্চ জারি করা এই প্রজ্ঞাপণে বলা হয়েছে।

কালের আলো/এমডিএইচ