ডিসেম্বর নয়, জুন-জুলাইয়েই জাতীয় নির্বাচন সম্ভব: রিজভী
প্রকাশিতঃ 2:10 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয়, জুন-জুলাই মাসেই জাতীয় নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৭ মার্চ) সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর নয়, জুন-জুলাই মাসেই জাতীয় নির্বাচন সম্ভব। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। এই সরকারই জাতীয় নির্বাচন দেবে বলে আমরা মনে করি। জনগণ নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন নয়।’
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘বাংলাদেশকে নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন? ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগানবাড়িতে পরিণত হয়েছে। ভারতের সব অপকর্ম শেখ হাসিনা মেনে নিতেন। বিশ্বের সবচেয়ে রক্তাক্ত সীমান্ত ভারত-বাংলাদেশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারলেও হাসিনা সরকার নীরব থাকত। ভারত মনে করত হাসিনা তাদের একজন বিশ্বস্ত, অনুগত।’
কালের আলো/এএএন