এআই হতে হবে স্বচ্ছ ও পক্ষপাতমুক্ত
প্রকাশিতঃ 2:17 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র প্রসার যেমন কাজকে সহজ করে তুলছে, তেমনি এটি একাধিক চ্যালেঞ্জও তৈরি করছে। প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই-এর স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি জোর দিয়ে বলেন, আমাদের এমন ওপেন সোর্স সিস্টেম তৈরি করতে হবে, যা বিশ্বাস ও স্বচ্ছতাকে বাড়াবে। আমাদের কোয়ালিটি ডেটা সেন্টার তৈরি করতে হবে, যা পক্ষপাত-মুক্ত হবে।
প্রধানমন্ত্রীর মন্তব্য বর্তমান এআই ব্যবস্থার সম্ভাব্য বিপদগুলোর দিকেও ইঙ্গিত দেয়। তিনি উল্লেখ করেন, এআই কেবল কাজ সহজ করেই থেমে থাকবে না, বরং ভবিষ্যতে সব কাজ একাই করতে পারবে। ফলে মানুষের সৃজনশীলতা ও কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে।
প্রচলিত সার্চ ইঞ্জিনের তুলনায় এআই-নির্ভর সার্চের কিছু মৌলিক পার্থক্য রয়েছে। গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন কোনও তথ্যের জন্য একাধিক উৎস থেকে ফলাফল দেখায়, যা ব্যবহারকারী নিজের মতো করে যাচাই করতে পারেন। কিন্তু, এআই নির্ভর সার্চ যেমন জেমিনি বা কো-পাইলট, সরাসরি একটি নির্দিষ্ট লেখা তৈরি করে দেয়। এতে ব্যবহারকারী জানতেই পারেন না, তথ্যটি কোথা থেকে এসেছে বা সেটি কতটা নির্ভরযোগ্য।
এই প্রক্রিয়ায় বিভ্রান্তিমূলক তথ্য, ভুয়ো তথ্য বা পক্ষপাতদুষ্ট ন্যারেটিভ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। রাজনৈতিক প্রচার, বাণিজ্যিক স্বার্থ কিংবা অন্য কোনো উদ্দেশ্যপ্রণোদিত গোষ্ঠী এটি ব্যবহার করতে পারে, যা সমাজের জন্য বিপজ্জনক। এ কারণেই এআই অ্যালগারিদমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি
বিশ্বব্যাপী এআই-এর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, প্রযুক্তির উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। এজন্য তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এআই-এর উপর নির্ভরশীলতা বাড়ানোর পাশাপাশি এর সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান।
বিশেষজ্ঞদের মতে, এআই-এর পক্ষপাত-মুক্ত ব্যবহার নিশ্চিত করা না গেলে এটি ভবিষ্যতে বিশ্বব্যাপী বিভ্রান্তি ও ভুল তথ্যের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই, স্বচ্ছ ও নির্ভরযোগ্য এআই ব্যবহারের লক্ষ্যে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা ও গবেষণার প্রয়োজনীয়তা রয়েছে।
কালের আলো/এমএএইচএন