এক বছরে পথে-পরিবহনে প্রায় দুই হাজার নারী নির্যাতিত
প্রকাশিতঃ 8:23 pm | March 07, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গত এক বছরে পথে-পরিবহনে ১ হাজার ৭৫৮ জন নারী শ্লীলতাহানি-নির্যাতিত হয়েছেন। এছাড়া ধর্ষিত হয়েছেন ৪১ জন। এমন তথ্য জানিয়েছে সেভ দ্য রোড।
বলা হয়, ২০২৪ সালের মার্চ থেকে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত এক বছরে রেল, নৌ ও সড়কপথের পাশাপাশি রেল-নৌ-বাস স্টেশন এবং ফুটপাতে এই ঘটনাগুলো ঘটে।
আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে শুক্রবার (৭ মার্চ) সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা গণপরিবহনে নির্যাতন-ধর্ষণরোধে কঠোর শাস্তি ও ৪০ শতাংশ নারী আসনের দাবিতে প্রতিবেদন পাঠ-সমাবেশে এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ১ বছরে রেলপথে ৫৬২টি নির্যাতন, ১১টি ধর্ষণ; সড়কপথে ৪১৩টি নির্যাতন ও ২০টি ধর্ষণ; নৌপথে ৩২৫টি নির্যাতন ও ৫টি ধর্ষণ এবং রেল-নৌ-বাস স্টেশন ও ফুটপাতে ৪৫৮টি নির্যাতন ও ৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে।
লিখিত প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী ‘সেভ দ্য রোড’-এর স্বেচ্ছাসেবীদের দেওয়া তথ্যানুসারে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
সেভ দ্য রোডের প্রতিষ্ঠাতা মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান প্রীতি, সদস্য ওয়াজেদ রানা, কণ্ঠশিল্পী রিয়া খান, রিয়াদ ইসলাম, কাজী মুন্নী আলম, মেহেদী হাসান, মোনালিসা দেওয়ান অশ্রু প্রমুখ।
এসময় সেভ দ্য রোডের পক্ষ থেকে নির্যাতন-নিপীড়ন-ধর্ষণরোধের পাশাপাশি সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনারোধে ৭ দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রতি ৩ কিলোমিটারে পুলিশ বুথ বা ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি মিরসরাই ট্রাজেডিতে নিহতদের স্মরণে ১১ জুলাইকে ‘দুর্ঘটনামুক্ত পথ দিবস’ ঘোষণা করা। সকল সড়ক প্রশস্ত করার পাশাপাশি ফুটপাত দখলমুক্ত করে যাত্রীদের চলাচলের সুবিধা দিতে হবে। সড়ক পথে ধর্ষণ-হয়রানি রোধে ফিটনেসবিহীন বাহন নিষিদ্ধ, ৪০% নারী আসন নিশ্চিত এবং কমপক্ষে অষ্টম শ্রেণি উত্তীর্ণ চালক-সহযোগি নিয়োগ ও হেলপারদের জাতীয় পরিচয়পত্র, গ্যারান্টারসহ ডাটাবেইজ করে তা সক্রিয় রাখা।
সড়ক-নৌ-রেল ও আকাশ পথ দুর্ঘটনায় নিহতদের কমপক্ষে ২০ লাখ ও আহতদের পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা সরকারিভাবে দেয়া। ‘ট্রান্সপোর্ট ওয়ার্কার্স রুল’ বাস্তবায়নের পাশাপাশি সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে ‘ট্রান্সপোর্ট পুলিশ ব্যাটালিয়ন’ বাস্তবায়ন করা ইত্যাদি।
কালের আলো/এসএকে