হৃদয় আলোকিত করা আজান-কেরাতের সুর, ধর্মীয় চর্চার অনুশীলনে গুরুত্ব জিওসি’র 

প্রকাশিতঃ 9:45 pm | March 07, 2025

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

হৃদয় আলোকিত করা আজান-কেরাতের সুর। দিগ-দিগন্তে ছড়িয়ে পড়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিজয়ী প্রতিযোগীদের শ্রেষ্ঠত্বের জয়ধ্বনি। সুউচ্চ, সুমধুর ও সুললিত কণ্ঠস্বরে তাদের পদচারণ তখন শান্তির কাননে। এমন সুমধুর কলতান শান্তি, সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্ববহ। ইসলামি সমাজের বড়ত্ব ও ভ্রাতৃত্ববোধ প্রকাশের এই বিশেষ দিকটি শুক্রবার (০৭ মার্চ) ঢাকা সেনানিবাসস্থ ৯০১ সেন্ট্রাল ওয়ার্কশপ, ইএমই এর মসজিদে পবিত্র মাহে রমজানে তৈরি করলো নতুন ভাব-আবেগের।

চলতি বছরে বাংলাদেশ সেনাবাহিনীর আন্ত:অঞ্চল আজান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও লজিস্টিক এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মোস্তাগাউছুর রহমান খান প্রতিযোগীদের জ্ঞান ও ধর্মীয় চর্চার অনুশীলনে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন।

জিওসি প্রতিযোগীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা এবার বিজয়ী হতে পারেননি তাদেরকে আগামীতে আরও ভাল করার জন্য নিয়মিত অনুশীলন করতে হবে।’ তিনি বিজয়ীসহ প্রতিটি প্রতিযোগী ও প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত রোববার (০২ মার্চ) থেকে সদর দপ্তর লজিস্টিকস্ এরিয়া এর সার্বিক তত্ত্বাবধানে ৭০৩ মিডিয়াম ওয়ার্কশপ, ইএমই এর ব্যবস্থাপনায় বাংলাদেশ সেনাবাহিনীর আন্ত:অঞ্চল আজান ও কেরাত প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চল চ্যাম্পিয়ন ও বরিশাল অঞ্চল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

কালের আলো/এমএএএমকে