ভারত-নিউজিল্যান্ড ফাইনালে দর্শকদের কঠোর হুঁশিয়ারি দুবাই পুলিশের

প্রকাশিতঃ 3:37 pm | March 09, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

ক্রিকেটের কোনো বৈশ্বিক আসরের সঙ্গে কেবল দুটি দলের হার-জিত নয়, এর সঙ্গে আরও অনেক বিষয়ও জড়িয়ে থাকে। আবেগের স্ফূরণ ঘটে দর্শকদের। জয়ের আনন্দে আবেগে আত্মহারা কিংবা হারের বেদনায় মুষড়ে গিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না অনেকেই। আজ (রোববার) দুবাইতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। এর আগে দর্শকদের সতর্কতামূলক বার্তা দিয়েছে স্থানীয় পুলিশ।

পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও নিউজ’ ও ‘ক্রিকেট পাকিস্তান’ জানিয়েছে, ফাইনালের দিন দর্শকরা যেন কোনো ক্রীড়া আইন লঙ্ঘন না করে, সেজন্য তাদের সতর্ক করেছে দুবাই পুলিশ। আইন লঙ্ঘনের ঘটনায় এক থেকে তিন মাসের কারাদণ্ড কিংবা ৫০০০ (১ লাখ ৬৫ হাজার টাকা) থেকে ৩০ হাজার (প্রায় ১০ লাখ টাকা) আমিরাতি দিরহাম পর্যন্ত জরিমানা করা হতে পারে। অনাকাঙ্ক্ষিত যেকোনো ঘটনা এড়াতে দর্শকদের নিয়মকানুন মানার অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এই সতর্কবার্তা দেওয়া হয়েছে মূলত ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সেমিফাইনালে এক দর্শকের মাঠে ঢুকে পড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে। ওই দর্শককে পরে আটক করে নিরাপত্তারক্ষীরা। একই ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই হবে আজকের ফাইনাল ম্যাচটি। এ ছাড়া আমিরাতে অনুষ্ঠিত বেশ কয়েকটি ফুটবল ম্যাচেও নিয়ম ভেঙে অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ তৈরির দায়ে সমর্থক আটকের ঘটনা রয়েছে। এভাবে আর কেউ যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় না জড়ায় সেজন্য সতর্কতাস্বরূপ আটককৃতদের ছবিও (ঝাপসা করে দিয়ে) প্রকাশ করে পুলিশ।

এ ছাড়া যেকোনো ঝুঁকিপূর্ণ সামগ্রী, আতশবাজি, আগুনের ফুলকির মতো কোনো জিনিস যেন কেউ সঙ্গে না নেয় সেজন্যও কঠোরভাবে নিষেধাজ্ঞা দিয়েছে দুবাই পুলিশ। সেটি না মানলে দেওয়া হবে কড়া শাস্তি। এর বাইরে কোনো ধরনের সহিংসতা, বর্ণবাদী আচরণ কিংবা রাজনৈতিক বার্তা দেওয়ার বিষয়ও মেনে নেওয়া হবে বলে জানানো হয়েছে ওই বার্তায়। মাঠে কোনো ধরনের বস্তু কিংবা তরল পদার্থ ছুড়ে মারলেও ১০ হাজার থেকে ৩০ হাজার দিরহাম জরিমানার কথা বলা হয়েছে।

এই সতর্কতা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আইন অনুসারে। যাতে ক্রিকেটার ও সমর্থকদের অধিকার সমুন্নত থাকে এবং নিরাপত্তা ব্যবস্থাও নির্বিঘ্ন হয়। শাস্তি এড়াতে সমর্থকদের স্পোর্টসম্যানশিপ বজায় রেখে যেকোনো অনিয়ম থেকে বিরত থাকতে হবে। খেলার মাঠ, গ্যালারিসহ আশপাশের এলাকায় কড়া নজরদারিতে থাকবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

কালের আলো/এসএকে