‘ধর্ষণ মামলার তদন্ত ১৫ দিন, বিচার করতে হবে ৯০ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

প্রকাশিতঃ 3:52 pm | March 09, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলার বিচারকাজ শেষ করতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। এছাড়া ১৫ দিনের মধ্যে মামলা তদন্ত শেষ করতে হবে বলে জানান তিনি।

রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। শুরুর দিকে দেশের পরিস্থিতি খারাপ থাকলেও আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হতে থাকে।

সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেকটা অবনিত হয়। চুরি-ছিনতাই-ডাকাতিসহ সব ধরনের অপরাধের তথ্য আসছে। বেড়ে যায় ধর্ষণ। প্রতিদিন ধর্ষণের খবর আসছে গণমাধ্যমে। এর মধ্যে মাগুরার ৮ বছর বয়সী শিশু আছিয়ার ঘটনাটি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এর প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তারা সবাই ধর্ষকদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন। এমন পরিস্থিতিতে সরকার ধর্ষণে জড়িতদের বিন্দুমাত্রা ছাড় দেবে না বলে সকালে ধর্ষণের শিকার আছিয়াকে দেখতে দিয়ে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এর কয়েক ঘণ্টা পরই কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

আইন উপদেষ্টা বলেন, মাত্র ১৫ দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত কর্মকর্তাকে কাজ শেষ করতে হবে। আর ৯০ দিনের মধ্যে বিচারকাজ শেষ করতে হবে।

কালের আলো/এমডিএইচ