বিচার চাইলেন শাকিব খান

প্রকাশিতঃ 4:22 pm | March 09, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

দেশজুড়ে প্রতিনিয়ত বিভিন্ন বয়সী নারীরা হেনস্তার শিকার হচ্ছেন। বাদ পড়ছে না শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে।

এদিকে, মাগুরায় বড়বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শশুরের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এমনকি এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। ঘটনাটি বৃহস্পতিবার (৬ মার্চ)। শিশুর অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছেন। এবার বিষয়টি নিয়ে বিচার চাইলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান।

নিজের ফেরিফায়েড ফেসবুকে শাকিব খান লিখেছেন, জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।

ধর্ষণ নিয়ে শাকিবের ‘নবাব এলএল.বি’ সিনেমা ছিল বেশ আলোচিত। এর গল্পও গড়ে উঠেছিল একটি ধর্ষণ কাণ্ড নিয়ে। যেখানে শাকিব খান একজন আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। লড়েছিলেন ধর্ষণের বিচারের দাবিতে। এবার বাস্তব জীবনেও সামাজিক জনমত গড়ার চেষ্টা করছেন এই অভিনেতা।

কালের আলো/এসএকে