প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে নেমেই টুর্নামেন্ট সেরা রাচিন রাবিন্দ্রা
প্রকাশিতঃ 12:54 am | March 10, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে ফিল্ডিংয়ের সময় মুখে আঘাত পেয়েছিলেন নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রাবিন্দ্রা। তাই চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে বেঞ্চে বসে থাকতে হয়েছিল তাকে। তবে বাংলাদেশ ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। নিজের প্রথম এই আসরে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে দলকে ফাইনালে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন তিনি।
রোববার (৯ মার্চ) ভারতের বিপক্ষে ফাইনালে শুরুটাও করেছিলেন দুর্দান্ত। নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। ২৯ বলে ৩৭ রান করে কুলদ্বীপের বলে বোল্ড আউট হন তিনি।
আর বোলিংয়ে ১০ ওভারে ৪৭ রান খরচ করে শিকার করেছেন ১ উইকেট। দলকে শিরোপা জেতাতে ব্যর্থ হলেও টুর্নামেন্টে সেরার পুরস্কার উঠেছে এই তরুণ ক্রিকেটারের হাতে।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ১১২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। গ্রুপ পর্বে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৬ রান করে আউট হলেও সেমিফাইনালে প্রোটিয়াদের বিপক্ষে ১০৮ রানের দায়িত্বশীল ইনিংস খেলেছিলেন তিনি।
এতে ৪ ম্যাচে সর্বোচ্চ ২৬৩ রান করেছেন রাচিন। তাই টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন তিনি।
কালের আলো/এসএকে