সাভারে নারী কনস্টেবলের ওপরে হামলা 

প্রকাশিতঃ 2:24 am | March 10, 2025

সাভার (ঢাকা) প্রতিবেদক, কালের আলো:

সাভারে রিকশায় করে যাওয়ার সময় ইতি খানম (৩৮) নামে এক নারী পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য।

রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া।

এর আগে দুপুরে সাভার থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।

আহত ইতি খানম সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দুপুরে ওই নারী কনস্টেবল রিকশায় করে এনাম মেডিকেলের দিকে যাচ্ছিলেন। তিনি এনাম মেডিকেলের পেছনে পৌঁছালে লোহার রড হাতে এক যুবক তার ওপর হামলা করেন।

এসময় লোহার রড দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী পুলিশ সদস্য। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কালের আলো/এসএকে