ছয় লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে দক্ষিণ সিটি

প্রকাশিতঃ 2:25 pm | March 10, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ উপলক্ষ্যে ৬ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়াবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৬-১১ মাস বয়সী ১,১০,০০০ জন শিশুকে ১টি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫,৬০,০০০ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ (২,০০,০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, আগামী ১৫ মার্চ কর্মসূচির দিনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১,৮২৭টি কেন্দ্রের মাধ্যমে ৩,৬৫৪ স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হবে।

আয়োজকরা বলেন, বাংলাদেশ সরকারের সরবরাহ করা এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিয়ে আসতে সবাই সবাইকে উৎসাহিত করুন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর, পরিচালক (স্বাস্থ্য) ঢাকা বিভাগের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালকের প্রতিনিধি, গালর্স গাইড, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা, ইউপিএইচসিএসডিপি, আবু মিয়া ডেভেলপমেন্ট সোসাইটি, মা ও শিশু উন্নয়ন সহযোগী সংস্থা, ব্লিস বাংলাদেশ ও এনএইচএসডিপির প্রতিনিধি, ইউনিসেফের প্রতিনিধি, এসআইএমওরা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা।

কালের আলো/এমডিএইচ