না পারলে ক্ষমতা ছেড়ে দিন, প্রধান উপদেষ্টাকে শামসুজ্জামান দুদু

প্রকাশিতঃ 4:14 pm | March 10, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দেশে অব্যাহতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে, তা সামলাতে না পারলে বর্তমান অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষমতা ছেড়ে দিতে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির উদ্যোগে আয়োজিত ‘সারা দেশে আইনশৃঙ্খলার অবনতি, সাধারণ মানুষ নিরাপত্তাহীন এবং জনগণ ভোট চায়’ শীর্ষক আলোচনা সভায় এমনই মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে শামসুজ্জামান দুদু বলেন, শিশু ধর্ষণ হচ্ছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এজন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি রাষ্ট্রক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দিন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স ৮ মাস চলছে। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কিছু কাজ তিনি দ্রুত করেছেন। সেই কাজগুলো হলো— তিনি তার নিজের মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন। তিনি তো গণ-আন্দোলনে ছিলেন না। কোনো গণ-আন্দোলনের কারণে তার নামে মামলা হয়নি। কি কারণে হয়েছিল, সেটা আর না বলি। তবে, সেই মামলাগুলো দ্রুত প্রত্যাহার করিয়ে নিয়েছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির এ নেতা আরও বলেন, আপনার বিরুদ্ধে কথা বলতে আমার খারাপ লাগছে এই কারণে যে, আপনাকে আমরাই ক্ষমতায় রেখেছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, তারাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। কিন্তু, আপনি আপনারটা বাদে অন্য কিছু চিন্তা করতে পারছেন না। আপনার সঙ্গে ফায়সালা এখনো করিনি। সেজন্য রাস্তায়ও নামি নাই। আমরা রাস্তায় নামলে আপনাদের কি অবস্থা হবে, সেটা আমরাও জানি, আপনারাও জানেন।

শামসুজ্জামান দুদু বলেন, শেখ হাসিনার বিচার ছয় মাসের মধ্যেই হতে পারতো। কিন্তু বিচারের নামে এখন যা হচ্ছে, মানুষ ভুলতে বসেছে। তরুণরা বলছে, বিচারের আগে নির্বাচন হবে না। বিচার তো মনে হয় হবে না, তাই বলে কি নির্বাচনও হবে না? যদি উদ্যোগী হন, তাহলে এক বছরের বিচারকার্য তিন মাসে করা সম্ভব।

সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিংকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজের সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম, কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আজমেরী বেগম ছন্দা, এস কে সাদি, কেএম রকিবুল ইসলাম রিপন, আমির হোসেন বাদশা, খোকন চন্দ্র দাস, আবদুল আহাদ নূর, সাংবাদিক নেতা রাজু আহমেদ প্রমুখ।

কালের আলো/এসএকে