প্রবাসীদের প্রক্সি ভোটেই আগ্রহ ইসির

প্রকাশিতঃ 5:57 pm | March 10, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের প্রক্সি ভোট দেওয়ার প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে নির্বাচন কমিশন।

সোমবার (১০ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনার কার্যালয়ে আয়োজিত বৈঠক শেষে এ কথা জানানো হয়।

নির্বাচন কমিশন জানিয়েছে, একটি অ্যাপ তৈরি করা হবে। সেখানে প্রবাসীরা নিবন্ধন করবেন। সেই অ্যাপের মধ্যেই প্রবাসীরা তাদের নমিনি ঠিক করে দেবেন এবং সেই নমিনি ভোট দিতে পারবেন। এভাবেই আগামী জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসী বাংলাদেশিরা।

এ প্রসঙ্গে এনআইডি নিবন্ধন ও প্রবাসী শাখার পরিচালক আব্দুল মমিন সরকার বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে কিছু প্রস্তাব কমিশনের সামনে তুলে ধরা হয়েছিল। সব প্রস্তাবগুলোর মধ্যে কমিশন প্রক্সি ভোটের পদ্ধতিতে আগ্রহ দেখিয়েছে। এটা নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়নি। প্রক্সি ভোটের বিষয়ে আমরা একটি প্রস্তাব কমিশনের কাছে উপস্থাপন করব। পরবর্তীতে কমিশনে অনুমোদনের পর সিদ্ধান্ত হিসেবে ধরা হবে।

তিনি জানান, কমিশন সভায় প্রক্সি ভোটের বিষয়টি অনুমোদনের পর বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এছাড়া দেশের বিভিন্ন বড় বড় আইটি ফার্মের সাথেও আলোচনা করে মতামত নেওয়া হবে। প্রক্সি ভোটের বিষয়ে কারিগরি সবদিক যাচাই-বাছাই করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

কালের আলো/এসএকে