বিসিবি সভাপতির সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশিতঃ 7:58 pm | March 10, 2025

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার বিসিবি’তে আসেন মিলার। সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন তিনি। মিলারকে স্টেডিয়াম ঘুরিয়ে দেখান এবং বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি তুলে দেন।

এসময় মাইকেল মিলার ইউরোপিয়ান ইউনিয়নের দেশসমূহ যেমন- জার্মানি, ইতালি, স্পেন, ফ্রান্স, ডেনমার্ক, পর্তুগাল, সুইডেনে ক্রিকেট এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করেন।

ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতকে মিরপুর স্টেডিয়াম ঘুরিয়ে দেখান বিসিবি সভাপতি। ছবি: বিসিবি

 সম্প্রতি বাংলাদেশে অবস্থিত ইউরোপিয়ান অ্যাম্বাসির উদ্যোগে ‘ইইউ গো অন’ নামের একটি স্পোর্টস ইভেন্টের আয়োজনের উদ্যোগ নিয়েছে।

ফেস্টিভ্যাল অব ইয়ূথ নামের ওই ইভেন্টে ৩০ সেকেন্ডের ক্রিকেট, ফুটবল, ভলিবল, টেবিল টেনিস, বাস্কেটবল, ব্যাডমিন্টন, টেনিস ও ইয়োগার ভিডিও পোস্ট করে পুরস্কারের পাশাপাশি রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সুযোগ রাখা হয়েছে। ভিডিও ‘ইইউ গেম অন’ এর মাধ্যমে ১৩ মার্চের মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।

কালের আলো/এসএকে