মিরপুরে কিশোর গ্যাং গ্রুপের সদস্য ‘চা বাবু’সহ গ্রেফতার ৬

প্রকাশিতঃ 12:36 am | March 11, 2025

কালের আলো প্রতিবেদক:

রাজধানীর মিরপুর ৬০ ফিট রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং গ্রুপের নেতা ইলিয়াস হোসেন বাবু ওরফে চা বাবু ও নাজমুল হোসেনসহ ৬ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (১১ মার্চ) রাতে মিরপুর ৬০ ফিট রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মিরপুর সেনাবাহিনী ক্যাম্প।

সেনা ক্যাম্প সূত্র জানায়, সুনির্দিষ্ট সংবাদের ভিত্তিতে এদিন সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের একটি ইউনিট ও মিরপুর মডেল থানা পুলিশের সমন্বয়ে মিরপুর ৬০ ফিট রোড এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং নেতা ইলিয়াস হোসেন বাবু ওরফে চা বাবু ও নাজমুল হোসেনসহ ৬ জনকে আটক করা হয়।

আটকৃতদের বিরুদ্ধে থানায় অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি, অবৈধ টাকা-পয়সা লেনদেন ও একই রকম অপরাধের জন্য একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

আটকৃত কিশোর গ্যাং সদস্যদের পরবর্তী আইনী কার্যক্রম সম্পন্নের জন্য মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/ডিএস/এমএম