তিন জনকে মসজিদে খুন: মসজিদ থেকেই গ্রেপ্তার প্রধান আসামি

প্রকাশিতঃ 6:42 pm | March 12, 2025

বরিশাল প্রতিবেদক, কালের আলো:

মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের ভেতর আপন দুই ভাই ও তাদের চাচাতো ভাইকে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মামলার ১ নম্বর আসামি হোসেন সরদার ওই এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে এবং এজাহারনামীয় আসামি সুমন সরদার হাছেন সরদারের ছেলে।

বুধবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে লে. কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে ঢাকার আশুলিয়ার কাঁঠালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কাঁঠালতলা জামে মসজিদ থেকে মামলার প্রধান আসামি হোসেন সরদারকে গ্রেপ্তার করা হয়।’

একই সময় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প সদস্যরা শরীয়তপুরের আরিগাও এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি সুমন সরদারকে গ্রেফতার করে। আজ সকালে সুমনকে মাদারীপুর থানায় হস্তান্তর করা হয়। বিকালে হস্তান্তর করা হবে প্রধান আসামি হোসেনকে।

সম্প্রতি টেকেরহাট এলাকার মোল্লাবাড়ি ও সরদার বাড়ির মাঝামাঝি এলাকায় বালু তোলা নিয়ে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার জেরে ধরে শনিবার সকালে মোল্লা বাড়ির লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সরদার বাড়িতে হামলা চালায়। হামলা থেকে বাঁচতে নিহতরা বাড়ির সামনের মসজিদে আশ্রয় নেন। এ সময় হামলাকারীরা মসজিদের মধ্যে ঢুকে তিন ভাইকে কুপিয়ে হত্যা করে। পরে হামলাকারীরা নিহত দুই ভাই আতাউর ও সাইফুলের বসতঘর ভাঙচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

কালের আলো/এমডিএইচ