সিরিয়ায় সহিংসতায় ১৩৮৩ বেসামরিক নিহত
প্রকাশিতঃ 6:51 pm | March 12, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের প্রাণহানির সংখ্যা ১ হাজার ৩৮৩ জনে পৌঁছেছে। ভূমধ্যসাগর লাগোয়া উপকূলীয় একাধিক শহরে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযানে তারা নিহত হয়েছেন।
বুধবার যুক্তরাজ্যভিত্তিক সিরীয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, গত কয়েকদিনের সংঘাতে কমপক্ষে ১ হাজার ৩৮৩ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই আলাউইত সম্প্রদায়ের বেসামরিক নাগরিক।
গত ডিসেম্বরে ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বাহিনীর আন্দোলনের মুখে বাশার আল-আসাদের পতনের পর দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সিরিয়ার নতুন কর্তৃপক্ষ।
বর্তমানে দেশটির নিরাপত্তা বাহিনী সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুসারী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের তীব্র হামলার মুখোমুখি হচ্ছে। এর জেরে জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীটির বিরুদ্ধে বড় ধরনের অভিযান শুরু করেছে সিরীয় কর্তৃপক্ষ। দেশটির পশ্চিম উপকূলীয় আলাউইত সম্প্রদায় অধ্যুষিত এলাকায় ভয়াবহ সংঘর্ষের পর ওই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।
বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনী ও তাদের মিত্ররা পশ্চিম উপকূলীয় প্রদেশ লাতাকিয়া, তার্তুস ও পার্শ্ববর্তী হামা প্রদেশে অভিযান চালিয়েছে। এই অভিযানে আলাউইত সম্প্রদায়ের ১ হাজার ৩৮৩ বেসামরিক সদস্য নিহত হয়েছেন।
অবজারভেটরি বলেছে, নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি যোদ্ধারা আলাউইত সম্প্রদায়ের সদস্যদের ‘‘মৃত্যুদণ্ড কার্যকর’’ করার মতো করে হত্যা করেছে। এছাড়াও তাদের বাড়িঘর ও সম্পত্তি লুটপাট করা হয়েছে।
সূত্র: এএফপি।
কালের আলো/এসএকে