‘দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সময় এসেছে’

প্রকাশিতঃ 2:24 am | March 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিগত ৫৩ বছরের ইতিহাসে বিভিন্ন রাজনৈতিক দল সরকারে গেছে, যারা জনগণের জন্য কাজ করার পরিবর্তে দেশে লুটপাটের মাফিয়াতন্ত্র কায়েম করেছিলো। ফ্যাসিবাদী সরকার দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচার করে দেশের অর্থ ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। এখন সময় এসেছে, দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার।

বুধবার (১২ মার্চ) আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে চলমান গণ-ইফতার কার্যক্রমের ১১তম দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন অধ্যাপক ড. একেএম ওয়ারেসুল করিম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্টির ভাইস চেয়ারম্যান লে কর্নেল অব হেলাল উদ্দিন, সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক খালেদ হাসান, বাংলাদেশ উর্দু স্পিকিং রাইটস মুভমেন্ট এর প্রেসিডেন্ট ওয়াসি আহমেদ ওয়াসি।

প্রধান অতিথির বক্তব্যে ড. ওয়ারেসুল করিম বলেন, যারা ব্যাংকের টাকা লুটপাট করবে না, চাঁদাবাজি করবে না, টেন্ডারবাজি করবে না, এমন দলকে আপনারা ক্ষমতায় নিয়ে আসবেন। এবি পার্টিই হচ্ছে সেই রকম একটা দল যাদেরকে দিয়ে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে।

প্রফেসর লে. কর্নেল (অব) হেলাল উদ্দিন বলেন, আমাদের গণ-ইফতার নগরবাসীর মধ্যে ব্যাপক একটা সাড়া ফেলেছে। এবি পার্টি একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এবি পার্টি আপনাদেরকে (বাংলাদেশ উর্দু স্পিকিং রাইটস মুভমেন্ট) নাগরিক করার প্রচেষ্টা করছে।

কালের আলো/এসএকে