২০২৬ সাল থেকে এলডিসির গ্র্যাজুয়েশন করা হবে : প্রেস সচিব

প্রকাশিতঃ 3:42 pm | March 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

২০২৬ সাল থেকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) গ্র্যাজুয়েশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আজকে কেবিনেট মিটিংয়ে এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের বিজনেসের সক্ষমতা বাড়বে। এলডিসি গ্র্যাজুয়েশনের কারণের যে চ্যালেঞ্জগুলো আসবে সেগুলোর বিষয় প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন প্রধান উপদেষ্টা।

কালের আলো/এমডিএইচ