‘আয়নাঘর: তুমি ও আমি’ বইয়ের মোড়ক উন্মোচন
প্রকাশিতঃ 6:47 pm | March 13, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
বিন্দু প্রকাশের নতুন বই, আয়নাঘরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সর্বপ্রথম জনসম্মুখে নিয়ে আসা সাবেক সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বীরপ্রতীক রচিত ‘আয়নাঘর: তুমি ও আমি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দৈনিক আমার দেশ মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপসহীন ও সাহসী সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব ড. মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সামরিক কর্মকর্তাদের সংগঠন নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির।
এছাড়াও এবি পার্টির সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক কূটনীতিক সাকিব আলী এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এএএন