নারীদের জন্য বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান উপদেষ্টার শারমীনের

প্রকাশিতঃ 8:01 pm | March 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ বেইজিং ঘোষণা এবং কর্মপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বিশ্বব্যাপী সহযোগিতা, শক্তিশালী অংশীদারিত্ব ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি নারীদের জন্য বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে এবং কোনো নারী বা মেয়ে যাতে পিছিয়ে না পড়ে, তা নিশ্চিত করার জন্য নতুন প্রতিশ্রুতির আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেনের (CSW69) ঊনবিংশ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

নারীদের ভূমিকা তুলে ধরে উপদেষ্টা শারমীন বলেন, তারা ঐতিহাসিকভাবে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও আত্মমুক্তির প্রতিটি সংগ্রামের অংশ ছিলেন। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনে, যা বাংলাদেশের জেন্ডার ল্যান্ডস্কেপে পরিবর্তন আনে।

তিনি আরও বলেন, বেইজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার বৈষম্য দূর করতে “নারী বিষয়ক সংস্কার কমিশন” প্রতিষ্ঠা করেছে, যা নারীর প্রতি সহিংসতা দূরীকরণে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়া, সহিংসতার শিকারদের তাৎক্ষণিক সহায়তা দিতে “কুইক রেসপন্স টিম (QRT)” চালু করা হয়েছে।

CSW69 অধিবেশনের অংশ হিসেবে উপদেষ্টা শারমীন মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নেন এবং চীন, সুইডেন, মেক্সিকো ও ফিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এসব আলোচনায় নারী উন্নয়ন, লিঙ্গ সমতা ও অর্থনীতিতে নারীর অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।

কালের আলো/এএএন