যারা লুটপাট করেছে মিডিয়াগুলোতে তাদের কথা আসছে না : বুলু
প্রকাশিতঃ 9:28 pm | March 13, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপির নামে প্রোপাগান্ডা চলছে। যারা লুটপাট করেছে মিডিয়াগুলোতে তাদের কথা আসছে না। বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যারা নতুন পার্টি করেছে, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেই জেলার এক্সইএন (নির্বাহী প্রকৌশলী), চিফ ইঞ্জিনিয়ার, সেক্রেটারি থেকে শুরু করে সরকারের এমন কোনো মন্ত্রণালয় নাই যেখানে তারা তদবির করে না। তাদের কথা তো আপনারা লেখেন না! তাদের কথা তো আসছে না। আমাদের কাছে সুস্পষ্টভাবে তাদের কথাগুলো আসতে হবে। আপনারা ওই ব্যক্তিগুলোর নাম প্রকাশ করেন, যারা শেখ হাসিনাকে রক্ষা করার জন্য ৭ দিন আগেও হাজার হাজার কোটি কোটি টাকা দিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা বিভাগীয় মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বরকত উল্লাহ বুলু বলেন, কারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন, কত টাকা শেখ হাসিনাকে দিয়েছেন, কত টাকা নতুন কিংস পার্টির জন্য দিচ্ছেন, কত টাকা বিএনপিকে প্রতিরোধ করার জন্য খরচ করছেন, আপনারা এগুলো মিডিয়ায় প্রকাশ করবেন। আপনারা কেন এই কথাগুলো মানুষের সামনে আনছেন না? কাদেরকে প্রশ্রয় দিচ্ছেন আপনারা? মিডিয়া হাউজগুলো কারা নিয়ন্ত্রণ করছে?’
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের নামে যে নতুন পার্টির আবির্ভাব হয়েছে, তাদের মুখ ফসকে বের হয়ে গেছে যারা শেখ হাসিনার সঙ্গে কবরে যেতে চেয়েছেন। তারা কেউ ১৫ কোটি দিয়েছেন, কেউ গাড়ি দিয়েছেন, কেউ হেলিকপ্টার দিয়েছেন, কেউ তাদের আর্থিকভাবে সহায়তা দিচ্ছেন।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান আরও বলেন, জামায়াতে ইসলাম করলে বেহেস্তে চলে যাবেন এই কথাগুলোতো আসছে। শুধু বিএনপির দোষ খুঁজে বেড়াচ্ছেন! বিএনপি ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের ২০ হাজার লোক মারা গেছে। দুই হাজার নেতাকর্মী গুম হয়েছে। ৬৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ১৭ বছর আমরা বাড়ি-ঘরে থাকতে পারিনি। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমাদের মধ্যে কারও দোষ ত্রুটি থাকলে, কেউ অন্যায়-অপরাধ করে থাকলে তাদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হবে।
এ সময় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াছিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা-চাদঁপুর-নোয়াখালী, ফেনী, বিবাড়িয়া জেলার বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের আলো/এসএকে