ঢাকায় বাড়বে গরমের অনুভূতি
প্রকাশিতঃ 10:35 am | March 14, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আজ দুপুর পর্যন্ত রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে। ফলে দিনভর গরমের অনুভূতিও বেশি থাকতে পারে। এ ছাড়া আজ বৃষ্টির সম্ভাবনাও নেই।
শুক্রবার (১৪ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। আর এ সময়ের মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ।
অন্যদিকে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত আজকের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শুক্রবার (১৪ মার্চ) সিলেট বিভাগের কয়েকটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আরও বিস্তার লাভ করতে পারে। একই সঙ্গে সারা দেশেই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
কালের আলো/এমডিএইচ