রিয়ালের নতুন পরিকল্পনায় এনজো ফার্নান্দেজ
প্রকাশিতঃ 2:18 pm | March 15, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আসন্ন গ্রীষ্মকালীন দলবদল নিয়ে বড় পরিকল্পনা করছে রিয়াল মাদ্রিদ। যেখানে চমক হিসেবে চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দলের নেওয়ার কথা ভাবছে ইউরোপের সফলতম ক্লাবটি।
টিমটক সূত্রের বরাতে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এনজোকে দলে ভেড়ানোর কথা বিবেচনা করছে রিয়াল। বার্নাব্যুতে যাওয়ার ব্যাপারে আগ্রহ রয়েছে এই আর্জেন্টাইন মিডফিল্ডারেরও। এমনকি এক চমকপ্রদ ‘অদল-বদল চুক্তি’ নিয়েও আলোচনা চলছে।
এনজোকে দলে নেওয়া সহজ হবে না রিয়ালের জন্য। কারণ, ২০২৩ সালে চেলসিতে যোগ দেওয়ার সময় ক্লাব-রেকর্ড ১০৭ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফি খরচ হয়েছিল এনজোর জন্য, এবং তিনি বর্তমানে ২০৩২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন।
তাকে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে সরিয়ে আনতে বিশাল অঙ্কের অর্থ প্রয়োজন হবে, যা রিয়ালের অন্যান্য দলবদল পরিকল্পনার ওপর বড় প্রভাব ফেলতে পারে। আর এই কারণেই সরাসরি বিশাল অর্থ খরচ না করে, একটি ‘অদল-বদল চুক্তির’ কথা বিবেচনা করছে রিয়াল।
সংবাদ অনুযায়ী, রিয়াল মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনির প্রতি আগ্রহী চেলসি, যিনি স্প্যানিশ জায়ান্টদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। রোমিও লাভিয়ার ইনজুরি সমস্যা মোকাবিলা করতে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে নতুন খেলোয়াড় খুঁজছে চেলসি।
তাই এই সুযোগ কাজে লাগিয়ে চুয়ামেনির বিনিময়ে এনজোকে দলে নেওয়ার পরিকল্পনা করতে পারে রিয়াল। তবে চেলসির নজরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ প্রতিভা কোবি মেইনুও।
কালের আলো/এসএকে