সুপার ওভারে শূন্য, টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড

প্রকাশিতঃ 3:43 pm | March 15, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সুপার ওভারে সাধারণত দেখা যায় ব্যাটিং ঝড়, চার-ছয়ের ফুলঝুরি। কিন্তু শুক্রবার মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা। বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচে সুপার ওভারে রানের খাতাই খুলতে পারেনি বাহরাইন—যা আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে হংকং। জবাবে সমান ১২৯ রান করে বাহরাইনও। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ব্যাট করতে নামা বাহরাইন শুরুতেই ব্যাকফুটে চলে যায়। হংকংয়ের পেসার ইহসান খান প্রথম বল ডট দেওয়ার পর পরপর দুই বলে তুলে নেন দুই উইকেট। সুপার ওভারের নিয়ম অনুযায়ী, কোনো দলের দুই উইকেট পড়ে গেলে ইনিংস শেষ। ফলে শূন্য রানেই গুঁটিয়ে যায় বাহরাইন।

জয়ের জন্য ১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে হংকং। প্রথম দুই বল ডট খেলেও তৃতীয় বলে এক রান নিয়ে জয় নিশ্চিত করেন বাবর হায়াত।

টি-টোয়েন্টি সুপার ওভারে এটাই এখন পর্যন্ত সর্বনিম্ন রানের রেকর্ড। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১ রান—যেটি ২০২৪ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় সুপার ওভারে করেছিল আফগানিস্তান। ওই ম্যাচে প্রথম সুপার ওভারে উভয় দল ১৬ রান করে। দ্বিতীয় সুপার ওভারে ভারতের দেওয়া ১১ রানের জবাবে আফগানরা করেছিল মাত্র ১ রান।

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত চারবার সুপার ওভারের দেখা মিলেছে। ২০২২ সালের নভেম্বরে পাকিস্তান ২ রান করেছিল—যা ওয়ানডে সুপার ওভারে সর্বনিম্ন রেকর্ড।

কালের আলো/এসএকে