বাংলাদেশ ছাড়ার আগে বিমানবন্দরে যা বলে গেলেন গুতেরেস
প্রকাশিতঃ 2:18 pm | March 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। বিমানবন্দর ছাড়ার আগে তিনি আশা প্রকাশ করে বলেন, সংস্কারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের অন্যতম নিখুঁত গণতান্ত্রিক দেশে পরিণত হবে।
রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগ মুহূর্তে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বাংলাদেশ ত্যাগ করার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।
ঢাকা ছাড়ার আগে গুতেরেস বাংলাদেশকে বিশ্বের অন্যতম নিখুঁত গণতান্ত্রিক দেশে পরিণত করতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য বাংলাদেশ যে প্রচেষ্টা নিচ্ছে তার প্রতি পূর্ণ সমর্থন জানান।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি খলিলুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান। যাওয়ার আগে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন এবং বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন।
সফরকালে জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে রমজান-সংহতি ইফতার ভাগাভাগি করার জন্য রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
গুতেরেস জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, রাজনৈতিক নেতা, বাংলাদেশি যুবসমাজ এবং সুশীল সমাজের সদস্যদের সঙ্গে কয়েকটি গোলটেবিল আলোচনায়ও অংশ দেন।
কালের আলো/এসএকে