চট্টগ্রামের টেরিবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
প্রকাশিতঃ 8:54 pm | March 16, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
চট্টগ্রামের টেরিবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি মার্কেটে আগুনে সূত্রপাত হয় বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক ঢাকা পোস্টকে বলেন, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের সময় আগুনের খবর আসে। এরপর নন্দনকানন ফায়ার স্টেশনসহ ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুনের বিস্তারিত পরে জানাতে পারব বলেও জানান তিনি।
কালের আলো/এসএকে