রাফিনিয়ায় চোখ ইউনাইটেডের, লিভারপুলের রাডারে আর্জেন্টাইন তারকা

প্রকাশিতঃ 9:13 pm | March 16, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সময়টা দারুণ পার করছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। লিডস ইউনাইটেড থেকে ব্যাপক প্রত্যাশা নিয়ে এসেছিলেন ন্যু ক্যাম্পে। শুরুতে নিজেকে মেলে না ধরতে পারলেও হ্যান্সি ফ্লিকের অধীনে রীতিমত দ্যুতি ছড়াচ্ছেন এই ব্রাজিলিয়ান। চলতি মৌসুমে ৪১ ম্যাচে এরইমাঝে করে ফেলেছেন ২৭ গোল। আছে ১৭ অ্যাসিস্ট।

দুর্দান্ত ছন্দে থাকা রাফিনিয়াকে এরইমাঝে ব্যালন ডি’ অরের দৌড়েও দেখছেন অনেকেই। যদিও ব্রাজিলিয়ান এই তারকার ভাবনায় এখনই নেই মৌসুমের সেরা পুরস্কারের ভাবনা। তবে রাফিনিয়া মৌসুম শেষের কার্যক্রম নিয়ে না ভাবলেও তাকে নিয়ে এরইমাঝে শুরু হয়েছে দলবদলের গুঞ্জন। একাধিক ব্রিটিশ গণমাধ্যমের ভাষ্য, বার্সেলোনার এই তারকাকে নজরে রাখছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ফুটবল লন্ডনের দাবি, নিজেদের দুর্দশা কাটাতে বার্সেলোনার এই তারকার দিকেই আপাতত নজর রুবেন আমোরিমের ইউনাইটেডের। বিগত কয়েক বছর ধরেই খুব একটা ছন্দে নেই ম্যানচেস্টার ইউনাইটেড। রেকর্ড ২০ বারের ইংলিশ লিগ জেতা দলটি চলতি আসরে আছে তালিকার ১৪তম স্থানে। নিজেদের দুর্দশা কাটাতে রাফিনিয়ায় নজর তাদের। বার্সেলোনার বর্তমান ভঙ্গুর আর্থিক কাঠামোর সুযোগ নিয়ে সহজেই এই উইঙ্গারকে দলে ভেড়াতে চায় রেড ডেভিলরা।

বার্সেলোনাও ব্যস্ত মৌসুমের শেষে দলবদলের ভাবনা নিয়ে। তাদের নজরে আছেন লিভারপুলের লেফট উইঙ্গার লুইস দিয়াজ। স্প্যানিশ গণমাধ্যম স্পোর্তের দাবি, এরইমাঝে নাকি বার্সেলোনার প্রাথমিক প্রস্তাবে হ্যাঁ বলে দিয়েছেন কলম্বিয়ার তারকা দিয়াজ। লিভারপুলের হয়ে বামপ্রান্তে আক্রমণের ভরসা হয়ে ওঠা দিয়াজকে দলে ভেড়াতে অবশ্য বেশ মোটা অঙ্কের অর্থ খসাতে হবে বার্সেলোনাকে।

লিভারপুল নিজেও অবশ্য পিছিয়ে নেই। দলটিতে নাম্বার নাইন পজিশনে থিতু হতে পারছেন না কেউই। ডারউইন নুনিয়েজ, কোডি গাকপো কিংবা ডিয়েগো জোটারা থাকলেও একজন আদর্শ ফিনিশারের অভাবটা প্রায়ই টের পাচ্ছে লিভারপুল। যে কারণে দলবদলের বাজারে একজন স্ট্রাইকারের দিকে নজর তাদের।

আর এই তালিকায় তাদের পছন্দের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। গুঞ্জন আছে নুনিয়েজকে ছেড়ে দিতে চাইছে দলটি। আর তার বদলে নিউক্যাসেলের আলেকসান্দার ইসাক বা অ্যাতলেটিকো মাদ্রিদের আলভারেজের প্রতি আগ্রহী অ্যানফিল্ডের দলটি।

তবে দলবদলের এসব খবর এখন পর্যন্ত কেবলই গুঞ্জনের খাতায়। মৌসুমের বাকি এখনো অনেকটা সময়। এরপরেই কেবল জানা যাবে, দলবদলের নির্ধারিত সময়ে কার গন্তব্য কোথায়। তবে লিভারপুলের মোহাম্মদ সালাহ, বার্সেলোনার রাফিনিয়া কিংবা অ্যাতলেটিকোর আলভারেজের দিকে নজর থাকবে আলাদা করে।

কালের আলো/এসএকে