মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে দ্রুতই বিচারক নিয়োগ : রিজওয়ানা

প্রকাশিতঃ 6:52 pm | March 17, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

অন্তর্বর্তী সরকারের বন, জলবায়ু ও পরিবেশবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ধর্ষণসহ অন্য মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করতে দ্রুতই কিছুসংখ্যক বিচারক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

রিজওয়ানা হাসান বলেন, ‘আপনারা জানেন আজকে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ছিল। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিশেষ জুডিশিয়ারি সার্ভিস কমিশনের মাধ্যমে দ্রুত কিছুসংখ্যক বিচারক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করা।

যাতে করে ধর্ষণসহ অন্যান্য মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা যায়।’

এ ছাড়া ধর্ষণ মামলা বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার অন্যতম একটা কারণ হলো পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি ল্যাব আছে আমাদের। আজকে সিদ্ধান্ত হয়েছে রাজশাহী ও চট্টগ্রামে দ্রুততম সময়ে দুটি ডিএনএ ল্যাব স্থাপন করার।

কালের আলো/এসএকে