ছেলে আমাকে ভাই বলে ডাকে, বিবাহ-বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে শোয়েব

প্রকাশিতঃ 6:43 pm | March 18, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের ১৪ বছরের দাম্পত্য জীবন এখন অতীত। গত বছর দুই তারকার বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। ভারতের কিংবদন্তি টেনিস খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ হয়ে গেলেও ছেলে ইজহান মির্জা মালিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়কের। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের সঙ্গে ভালো বন্ধুত্বের কথা জানিয়েছেন পাক ক্রিকেটার।

বিবাহবিচ্ছেদের পর আদালতের নির্দেশে সানিয়ার কাছে থাকে ইজহান। তবে বাবা হিসেবে সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি রয়েছে শোয়েবের। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ছেলের সঙ্গে আমার সম্পর্ক বন্ধুর মতো। ইজহান আমাকে ভাই বলে ডাকে। আমিও মাঝে মাঝে ইজহানকে ভাই বলি। দুবাইয়ে ইজহানের সঙ্গে মাসে অন্তত দু’বার দেখা করি। দুবাইয়ে থাকলে সব সময় ছেলেকে নিজে স্কুলে পৌঁছে দিই। স্কুল থেকে নিয়েও আসি।’

ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে শোয়েব আরও বলেন, ‘ছেলের সঙ্গে আমার বোঝাপড়াও খুব ভালো। প্রতিদিন আমরা ভিডিও কলে কথা বলি দু’জনে। সব কিছু নিয়ে গল্প করি আমরা।’ ছেলেই এখন শোয়েবের প্রিয় বন্ধু। শোয়েব জানিয়েছেন, তিনি বা সানিয়া তাদের বিবাহবিচ্ছেদের প্রভাব সন্তানের ওপর পড়তে দেন না। দু’জনেই অভিভাবকের দায়িত্ব পালন করেন। বাবা-মা উভয়ের সঙ্গেই ইজহানের সম্পর্ক স্বাভাবিক। সংসার ভাঙলেও সন্তানের সঙ্গে যোগাযোগ রাখায় কোনো সমস্যা নেই তার।

প্রসঙ্গত, ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্রীড়াঙ্গনের নামী দুই তারকা। সেসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই দুজনের বিয়ে। অনেকেই যেমন মানতে পারেননি তাদের সম্পর্ক। আবার কেউ কেউ একে দেখেছিলেন ভারত-পাকিস্তানের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে।

কিন্তু, দীর্ঘ ১৪ বছর পর সেই সম্পর্কটাও টেকানো যায়নি। শোয়েবের বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানার পর থেকে দূরত্ব তৈরি হয় সানিয়ার সঙ্গে। গত বছর জানুয়ারিতে ইসলাম ধর্ম মতে ‘খুলা’র মাধ্যমে শোয়েবের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সানিয়া। তারপর শোয়েব বিয়ে করেন পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে।

কালের আলো/এসএকে