শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার-ফেস্টুন অপসারণ করছে ডিএনসিসি
প্রকাশিতঃ 12:21 am | March 19, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
শহরের সৌন্দর্য রক্ষায় ব্যানার ফেস্টুন অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বাড্ডা, নতুন বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।
নতুন বাজার এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়া পরিচ্ছন্নতাকর্মী দেলোয়ার হোসেন বলেন, ডিএনসিসির প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আমরা এসব ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণের কাজ নিয়মিত করছি। প্রতিদিনই ডিএনসিসির বিভিন্ন এলাকায় এই কার্যক্রম চলছে।
এদিকে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সৌন্দর্য নষ্ট করে শহরে পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে।
অবৈধ ব্যানার-পোস্টার অপসারণের বিষয়ে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, রাজপথ থেকে ব্যানার-পোস্টার অপসারণ করা হবে। পিভিসি ব্যানার সম্পূর্ণ নিষেধ, এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। পোস্টার-ব্যানার লাগালে জরিমানা করা হবে। তবে দেয়ালে-দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে।
কালের আলো/এসএকে