রাজধানীতে ধর্ষণে অভিযুক্ত কিশোরকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা 

প্রকাশিতঃ 1:47 am | March 19, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণে অভিযুক্ত এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। ওই অভিযুক্তকে উদ্ধার করে থানায় নেওয়ার সময় পুলিশের গাড়িতে হামলা করে পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হলে খিলক্ষেত থানার ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। গণপিটুনির শিকার কিশোরকে আহত অবস্থায় হাসপাতলে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত সোয়া ১২টার দিকে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন এসব তথ্য জানান।

তিনি জানান, খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক যুবককে মারপিট করছিল স্থানীয়রা। খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করে খিলক্ষেত বাজারে নিয়ে এলে স্থানীয় কয়েকশো লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের গাড়ি ভাংচুর করা হয়। এতে পুলিশ সদস্যরা আহত হন। হামলায় ওসি, ইন্সপেক্টর তদন্তসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।

সেখান থেকে অভিযুক্ত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/এসএকে