মার্চেই আরও এক ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা

প্রকাশিতঃ 10:52 am | March 20, 2025

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বকাপ বাছাইয়ের সূচিতে আছে দুই ম্যাচ। সেটাও দুই চিরপ্রতিদ্বন্দ্বী উরুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে। মার্চ মাসটা তাই আর্জেন্টিনার জন্য কিছুটা কঠিনই বটে। নতুন বছরের প্রথম সূচিতেই বড় দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। তবে সেখানে তারা মিস করছে অধিনায়ক লিওনেল মেসিকে।

এরইমাঝে অনুশীলনে যোগ দিয়েছেন ইনজুরিতে ছিটকে পড়া লিওনেল মেসি ছাড়া দলের বাকি সদস্যরা। যদিও সেখানেও বেঁধেছে বিপত্তি। নির্ভরযোগ্য স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ শেষ সময়ের অনুশীলনে ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছেন দল থেকে। পুরো দল যখন এমন ব্যস্ততার মাঝে, তখনই মার্চে আরও এক ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কা এলাকায় বন্যা কবলিতদের সাহায্য করতে অভিনব এক চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়শন। অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে বাহিয়া ব্লাঙ্কাতেই একটি চ্যারিটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। ম্যাচ থেকে পাওয়া অর্থের পুরোটাই যাবে সেখানকার একটি হাসপাতালে।

 আগামী ২২ মার্চ বিশ্বকাপ বাছাই পর্বে আলবিসেলেস্তেরা লড়বে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচটা হবে প্রতিপক্ষের মাঠে। উরুগুয়ে থেকে ম্যাচ খেলে দেশে ফিরে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গ চ্যারিটি ম্যাচটি খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেন, ‘আমরা অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলব। আর এই ম্যাচ থেকে তহবিল সংগ্রহ করে আমরা হাসপাতাল পেনাতে দান করব। এটি বাহিয়া ব্লাঙ্কার গুরুত্বপূর্ণ স্থাপনা। বন্যায় এর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিশ্বাস করি আমাদের এই সাহায্যে তারা আবার ঘুরে দাঁড়াবে এবং হাসপাতালটি পুনর্গঠিত হবে।’

 এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে অভিনব এক চুক্তি করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি ক্লাদিও তাপিয়া ঘোষণা দিয়েছেন চলতি বছর আর্জেন্টিনার প্রতিটি গোলের জন্য বাহিয়া ব্লাঙ্কা এলাকায় একটি ঘর নির্মাণ করবে বেসরকারি প্রতিষ্ঠানটি।

কালের আলো/এসএকে