প্রথম ৩০ মিনিটে বিক্রি সাড়ে ২১ হাজার টিকিট, হিট ৩৭ লাখ
প্রকাশিতঃ 1:09 pm | March 20, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থাপনায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় বিক্রির শেষ দিনে প্রথম ৩০ মিনিটে রেলওয়ে ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে মোট ৩৭ লাখ হিট করেছেন টিকিট প্রত্যাশীরা। এ সময় ঢাকাসহ সারা দেশে বিক্রি হয়েছে সাড়ে ২১ হাজার আসনের টিকিট।
বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র। আজ বিক্রি হচ্ছে আগামী ৩০ মার্চের টিকিট।
তথ্য অনুযায়ী দেখা গেছে, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ৯ হাজার ৯৬০টি টিকিট বিক্রি হয়। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১১ হাজার ৬১৪টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয় ২১ হাজার ৫৭৪টি।
আরও জানা গেছে, ৩০ মার্চের জন্য ঢাকা থেকে দুই অঞ্চলের ট্রেনের মোট আসন ৩২ হাজার ১১৫টি এবং সারাদেশের সব ট্রেনগুলোর মোট আসন এক লাখ ৬৩ হাজার ৯৫৯টি।
কালের আলো/এমডিএইচ