অনলাইনে জুয়া কাণ্ড, অভিযুক্ত ২৫ দক্ষিণী তারকা
প্রকাশিতঃ 3:17 pm | March 20, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:
অনলাইন জুয়ার বিষয়ে ২০১৯ সালের আগে হাতে গোনা কয়েকজন জানলেও হঠাৎ করে অনলাইন জুয়ায় আসক্তি বাড়ছে। নামিদামি তারকারাও নাম জড়িয়েছে অনলাইন জুয়ার সাইটের সঙ্গে। কোটিপতি হওয়ার প্রলোভনে ‘বেটিং অ্যাপ’ গুলো হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি টাকা। এবার অবৈধ জুয়ার প্রচারের দায়ে একাধিক দক্ষিণী তারকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছে তেলাঙ্গানা পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে তেলঙ্গানা পুলিশ দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ, বিজয় দেবেরাকোন্ডা, ইমরান খান সহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, ফণীন্দ্র শর্মা নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই তারকাদের নামে এফআইআর করা হয়েছে।
ওই প্রতিবেদন থেকে আরও জানা গেছে অভিযোগের তালিকায় রয়েছেন প্রণীতা, নিধি আগরওয়াল, অনন্যা নাগাল্লা, সিরি হনুমান্থ, শ্রীমুখী, বর্ষিণী সৌন্দরাজন, বাসন্তী কৃষ্ণন, শোভা শেঠি, অমৃতা চৌধুরী, নয়নী পাভানি, নেহা পাঠান, পান্ডু, পদ্মাবতী, প্রীতি, সানা, সান্যাভ, শ্যামলা, সুস্বাদু তেজা এবং বান্দারু শেশায়ানি সুপ্রীতা।
গত কয়েক সপ্তাহে এই ধরনের জুয়ার অ্যাপের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে তেলঙ্গানা প্রশাসন। সাধারণ মানুষ এই সব অ্যাপের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হচ্ছেন। খোয়াচ্ছেন হাজার হাজার টাকা। তবে এই প্রথম কোনো তারকাদের বিরুদ্ধে জুয়ার অ্যাপ প্রচারের অপরাধের লিখিত অভিযোগ দায়ের করা হলো।
পুলিশ জানিয়েছে, তেলাঙ্গানার স্থানীয় মিয়াঁপুরের বাসিন্দা ফণীন্দ্র শর্মা তার অভিযোগে দাবি করেছেন, একাধিক তারকা এই ধরনের অ্যাপের প্রচার করছেন। অভিযোগকারীর দাবি, জুয়ার অ্যাপের প্রচারের ফলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষ ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
কালের আলো/এএএন