ঢাকায় গান শোনাতে আসছেন পাকিস্তানের মুস্তাফা জাহিদ

প্রকাশিতঃ 3:20 pm | March 20, 2025

বিনোদন ডেস্ক, কালের আলো:

বাংলাদেশে গান শোনাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় শিল্পী মুস্তাফা জাহিদ। তাকে নিয়ে কনসার্টটি অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।

ঢাকার শ্রোতারা তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি কিছু বিশেষ চমকপ্রদ পরিবেশনা উপভোগ করতে পারবেন, যা ভক্তদের মোহিত করে তুলবে।

ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আমরা ঢাকায় আমাদের সফর ট্যুর নিয়ে আসতে পেরে রোমাঞ্চিত! সঙ্গীত সবসময় হৃদয়কে সংযুক্ত করার একটি মাধ্যম এবং আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সঙ্গে জাদুকরী মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।

এই অনুষ্ঠান শুধু একটি কনসার্ট নয়, এটি সংগীতের এক উদযাপন, যা সীমান্ত পেরিয়ে মানুষের মাঝে অভিন্ন অভিজ্ঞতা ও আবেগের মেলবন্ধন ঘটাবে। কনসার্টের টিকিট শিগগিরই আনলাইনে পাওয়া যাবে।

কালের আলো/এএএন