মক্কা ও মদিনার ইমামদের ফেসবুক আইডি নিয়ে যা জানা যাচ্ছে

প্রকাশিতঃ 6:01 pm | March 20, 2025

ধর্ম ডেস্ক, কালের আলো:

সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীর ইমামদের সামাজিক মাধ্যমে কোনো অ্যাকাউন্ট। তাদের নামে যেসব সোশ্যাল মিডিয়া একাউন্ট দেখা যায় সবই ফেইক। পবিত্র দুই মসজিদ ভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

একটি পোস্টে জানানো হয়, দুই পবিত্র মসজিদের ইমামদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়ালি কোনো অ্যাকাউন্ট নেই। সামাজিক মাধ্যমে তাদের নামে যেই অ্যাকাউন্টগুলো দেখা যায়, সবগুলোই ফেইক।

সামাজিক মাধ্যমে মসজিদুল হারামের ইমামদের নামে বিভিন্ন অ্যাকাউন্ট দেখা যায়। অ্যাকাউন্টগুলো থেকে বিভিন্ন ইস্যু নিয়ে পোস্ট করা হয়। পোস্টগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া জানান বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা।

হারামাইন শরিফাইনের পক্ষ থেকে মসজিদুল হারামের ইমামদের নামে সামাজিক মাধ্যমে কোনো অ্যাকাউন্ট রাখার নিয়ম নেই। তবে সম্প্রতি বিশ্বব্যাপী জনপ্রিয় মসজিদুল হারামের ইমাম শায়খ ইয়াসির আদ-দাওসারির নামে একটি অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ইস্যুতে পোস্ট দেওয়া হয়।

ফিলিস্তিনে যুদ্ধ বিরতি ভঙ্গ করে ইসরায়েলের বর্বরোচিত হামলার পর তার নামে পরিচালিত অ্যাকাউন্ট থেকে কয়েকটি পোস্ট ও দোয়া ভাইরাল হয়। এর প্রেক্ষিতে পবিত্র দুই মসজিদ ভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজ ইনসাইড দ্য হারামাইনের পক্ষ থেকে জানানো হয়েছে,  হয়, দুই পবিত্র মসজিদের ইমামদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসিয়ালি কোনো অ্যাকাউন্ট নেই।

মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুতে সৌদি আরব ও কাবার ইমামদের নিরবতা নিয়ে অনেকের মাঝেই ক্ষোভ রয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষের বিধি-নিষেধ ও সীমাবদ্ধতার কারণে কাবার ইমামেরা নিরব থাকতে বাধ্য হন বলে ধারণা করা হয়।

কালের আলো/এসএকে