গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপ
প্রকাশিতঃ 7:25 pm | March 20, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
দখলদার ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব লক্ষ্য করে তিনটি দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরমধ্যে একটি রকেট আটকে দিতে সমর্থ হয় দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বাকি দুটি রকেট খোলা স্থানে পড়েছে বলে দাবি করেছে তারা।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, হামাসের রকেট হামলায় কেউ হতাহত হয়নি। গত সোমবার মধ্যরাতে গাজায় বর্বর বোমাবর্ষণ করে ইসরায়েল। এরপর গতকাল বুধবার গাজায় ফের স্থল হামলা শুরু করে তারা। ওই সময় গাজাকে দুই ভাগ করে তৈরি করা কথিত ‘নেতজারিম করিডর’-টি পুনরায় দখল করে ইসরায়েলি সেনারা। সেখানে তারা বর্তমানে অবস্থান নিয়ে আছে। এতে করে গাজা আবারও দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। সোমবারের সেই ভয়াবহ গণহত্যা ও পরের দুইদিনের হত্যাযজ্ঞের পর এবারই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ফিলিস্তিনি এ গোষ্ঠীটি।
বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় চালানো এ রকেট হামলার দায় স্বীকার করেছে হামাস। তারা জানিয়েছে, গাজাবাসীর ওপর নতুন করে চালানো গণহত্যার জবাব দিতে রকেট ছোড়া হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৪ সালের ৭ অক্টোবরের পর আজই প্রথম ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে রকেট ছুড়েছে হামাস। ওইদিন অপারেশন আল আকসা ফ্লাডের প্রথম বর্ষপূর্তির দিন রকেট নিক্ষেপ করেছিল তারা।
তিনটি রকেট ছোড়ার পর সেগুলোর ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে ইসরায়েলের পুলিশ।
অপরদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, আজ ভোর থেকে ৮৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। যার অর্থ গত তিনদিনে দখলদাররা এক হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। যারমধ্যে শিশুর সংখ্যা দুইশরও বেশি।
সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা
কালের আলো/এমডিএইচ