গুলশানে পুলিশ প্লাজার পাশে গুলি, যুবক নিহত

প্রকাশিতঃ 12:26 am | March 21, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর গুলশান পুলিশ প্লাজার পাশে দুর্বৃত্তদের গুলিতে সুমন (৩৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ঘটনাটি ঘটে।

নিহতের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। রাজধানীর ভাষানটেক এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

তার প্রতিষ্ঠানটি মহাখালী টিভিগেইট এলাকায়। সুমনের বাবার নাম মাহফুজুর রহমান। মৃত সুমন এক ছেলে ও এক মেয়ের জনক।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহামেদ গুলশান থানাধীন পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তার বাম পাশ থেকে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করেন।

তিনি সুমনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সুমনকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশের ওই কর্মকর্তা।

তার মাথায় বুকের বামপাশে গুলির ক্ষতচিহ্ন রয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘বিস্তারিত তদন্তের পর বলা যাবে। নিহতের আত্মীয়-স্বজনদের খোঁজ নেওয়া হচ্ছে।’

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন বলেন, ‘অন্তঃদ্বন্দ্বের কারণে প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। অনেকেই তাকে টেলি সুমন নামে ডাকেন। এ বিষয়ে তদন্ত চলছে।

নিহতের স্বজন রুবেল জানান, স্থানীয় সেভেন স্টার নামের এক সন্ত্রাসী গ্রুপের সাথে তার দ্বন্দ্ব রয়েছে। তারাই হত্যা করতে পারে বলে তার ধারণা।

কালের আলো/এসএকে