হিথ্রো বিমানবন্দর বন্ধ, ভারত থেকে ঢাকায় ফিরছে বিমানের ফ্লাইট
প্রকাশিতঃ 1:43 pm | March 21, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর হিথ্রো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় ঢাকা থেকে (সিলেট হয়ে) লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট (বিজি-০০১) মাঝপথ থেকে ফিরে আসছে।
শুক্রবার দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট হয়ে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটটি আকাশে থাকা অবস্থায় পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়। লন্ডনে ফ্লাইট ওঠা-নামা এখনও বন্ধ, পরিস্থিতি ঠিক হলে আমরা আবার যাওয়া শুরু করব। পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে হিথ্রো বিমানবন্দরে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে ফ্লাইট অপারেশন স্থগিত করা হয়েছে। এতে বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
কালের আলো/এমডিএইচ