প্রতি ওয়ার্ডে ৫টি করে ঈদ জামাতের প্যান্ডেল করবে ডিএনসিসি
প্রকাশিতঃ 8:20 pm | March 21, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন ৫৪টি ওয়ার্ডে ৫টি করে মসজিদে নামাজের জায়গা, ঈদগাহের প্যান্ডেল করবে সংস্থাটি। প্রতি প্যান্ডেলের জন্য ৩০ হাজার টাকা করে অনুমোদন দেওয়া হয়েছে ডিএনসিসির পক্ষ থেকে।
শুক্রবার (২১ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে প্রতিটি প্যান্ডেলের জন্য ৩০ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদানের অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ মামুন উল হাসান জানিয়েছেন, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা অর্থ বিধি অনুসরণ করে বরাদ্দকৃত টাকা প্যান্ডেল নির্মাণে ব্যয় করবেন। বিধি মোতাবেক ট্রেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঈদ জামাতের প্যান্ডেল নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে।
কালের আলো/এমডিএইচ