স্বাধীনতা দিবসে শিশুদের জন্য বিনা টিকিটে পার্ক খোলা রাখার নির্দেশ

প্রকাশিতঃ 8:32 pm | March 21, 2025

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় সব শিশু পার্ক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছে ডিএনসিসি।

শুক্রবার (২১ মার্চ) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান ইতোমধ্যে ডিএনসিসি শিশুপার্কগুলোতে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন।

নুরুজ্জামান বলেন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সব শিশু পার্কে শিশুদের জন্য সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

কালের আলো/এমডিএইচ