মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন
প্রকাশিতঃ 9:42 pm | March 21, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি বন্ধ রাখার প্রতিবাদে এবং পুনরায় চালু দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম।
শুক্রবার (২১ মার্চ) বেলা ১২ টায় রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন,মোহনগঞ্জ-ময়মনসিংহ লোকাল ট্রেনটি আগে চালু ছিল বেশ কিছুদিন ধরে হঠাৎ ট্রেনটি বন্ধ হওয়ায় ওই এলাকার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
আমরা চাই অনতিবিলম্বে পুনরায় ট্রেনটি চালু করা হোক। আগামী দুইদিনের মধ্যে ট্রেনটি চালু করতে হবে।অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে এবং রেলপথ অবরোধ করা হবে বলে হুশিয়ারী করেন বক্তারা।
মোহনগঞ্জ উন্নয়ন ফোরাম এর সভাপতি অধ্যাপক আল হেলাল তালুকদারের সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার মোঃ আল মুজাহিদ তালুকদারের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন আলহাজ্ব ফারুক আহমেদ, সহ সভাপতি,মোঃ আবু তাহের, ময়মনসিংহ মোহনগঞ্জ সমিতি,সাধারণ সম্পাদক , খন্দকার আবু হানিফ,সেক্রেটারি ময়মনসিংহস্থ নেত্র এসোসিয়েশন,ছাত্রনেতা সাদ্দাম হোসেন প্রিন্স, আল আমিন,ফারহান চৌধুরী,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ময়মনসিংহ মহানগর। আরও উপস্থিত ছিলেন মোহনগঞ্জ সমিতি ময়মনসিংহের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম দপ্তর সম্পাদক আবুল হাসেম।মাওলানা নুরুল আমিন প্রমূখ।
এসময় সচেতন নাগরিক সমাজ ও মোহনগঞ্জ উন্নয়ন ফোরামের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএইচএন